বলেছ যখন–দিয়ে দেব ঘুমখানি, পাতার আদর, তারার মায়াবি চোখ আর বাতাসের দানাপানি। ভালোবাসা যদি চিলের পালক হয়, মনের গাঙ্গে ভাসমান রাজহাঁস! তার সাথে এঁকে স্বপ্নের যত ক্ষয়। চেয়েছ যখন– রক্তকরবী, আঙ্গুররাঙানো দিন নিয়ে নাও এই কুমড়ো লতা; ধুলোয় কাতর– এবং কবিতাবৌ, ঠোঁটের আলতো ঋণ।
শাহীন রেজা
বৃষ্টিভেজা দিনের অভ্ভুত অচিন্তনীয় অনুভূতি নিয়ে মায়াময় পৃথিবীতে পা রাখা এক বিরলপ্রজ কবিপুরুষ শাহীন রেজা । উপলদ্ধির প্রারম্ভে যে বিষয়টি তাকে স্পর্শের মাধ্যমে উতল, বিহবল এবং মােহিত করে তার নাম কিতা। ছড়া দিয়ে কবিযাত্রা শুরু করা একবি উচ্চ মাধ্যমিকের সিড়ি ডিঙ্গাবার আগেই এাকার বিভিন্ন ম্যাগাজিন ও পত্রপত্রিকায় লেখা ছাপা হওয়ার সুবাদে একটা পরিচিতি গড়ে তােলেন। ১৯৬২ সালের ২৯মে মামাবাড়ী পিরােজপুরের পুকুরিয়া গ্রামে, পৃথিবী দেখার অভিজ্ঞতা লাভকারী এ কবি গল্প লেখা শুরু করেন অনেক দেরিতে, ১৯৮৪ সালে। গল্পযাত্রায় তার গতি কখনােই তীব্র হয়ে ওঠেনি। থেমে থেমে গল্পচর্চা যেন তার অনেকগুলাে আবেগের মধ্যে একটা ভিন্নতর আবেগ হয়েই থেকেছে। বিভিন্ন পত্রিকায় ছাপা হওয়া ৭টি গল্প নিয়ে প্রকশিত তার এ প্রথম গ্রন্থ বৃষ্টি, আকাশ এবং একটি দুপুরের গল্প'। গল্পে শাহীনরেজার প্রথম ধ্বনি 'প্রেম' হলেও তিনি এর সাথে দ্রোহ, প্রকৃতি এবং জীবনাচারকে যুক্ত করেছেন অতি নিবিড়ভাবে। গল্পে তার ভাষা প্রাঞ্জল ও সহজবােধ্য। বর্ণনা এবং উপমায় কাব্যিক ছোঁয়া গল্পগুলােতে এনে দিয়েছে ভিন্ন ব্যঞ্জনা।