মেঘ ভেঙে ভেঙেধবধবে বিছানায় কাদাহল্লার চিহ্নে যত আমরা পুঁতেছি মেশিনএকই ইঙ্গিতে কাঁপেদুজনের কারখানা যেন ফুলেরও হীম জ্বলছেগুটিকয় পাইন চলছে আরো শূন্যেআর আমাদের অকৃষি শুরু নিচে দেখো, ওই তো,লাঞ্ছিতার চারাপাখিছাপড়ার পলিথিনওই তো ছিঁড়ছে হাওয়ায় নিজের শয্যায় বুদ্ধের বরফলেপচা নারীর টগবগে চায়ের জলসেবন্তী খোলে কলোনি কলোনিআর হঠাৎ সন্ত্রাসের ছাই আমরা যাইনি একসাথেতবু ইঞ্জিনের আঘাতেভেবেছে আমাদের হৃদয় পরমের […]
স্তন
জাহিদ সোহাগ স্তন। সম্ভবত সারাদিন ছিলো অপ্রতিভ। বা, নৈশ শিসে জেগে জেগে ওঠা তরুণীর।কত কাঁটা জন্মায় হাতে, আর এখন তুমি শান্ত নও, শান্তি নও, ঠোঁটও চাইছে মাছের নিবিড় বন। এরও নিচে আছে হন্তারক, প্রেম, ফেনা, ও পিনবলের মতো মুহূর্তের স্থবিরতা। আমরা তো যাবোই, খসেও যাচ্ছে শরীরের খড় ও মাটি, জলের স্রোতে দুজন হতে চিহ্নহীন।