সম্পাদকীয়

বাংলা ভাষা আমাদের মায়ের ভাষা , আমাদের প্রাণের ভাষা । এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করতে বাঙালির যে রক্তক্ষয় , ত্যাগ তিতিক্ষা তা এক পর্যায়ে আন্দোলনে রূপ নিয়েছিল  ৫২’র ভাষা আন্দোলন তারই ফলশ্রুতি ।

আমরা চাই বাংলা ভাষা সাহিত্যের ভাষা হিসেবে বিশ্ব সাহিত্যের সামনে মাথা উঁচু করে দাড়াক । আমাদের আনন্দযজ্ঞ হোক বাংলা ভাষা । বাংলা ভাষা আজ আন্তজার্তিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি লাভ করেছে । ২১ বাঙালি সংস্কৃতির অনন্য নির্দশন হিসেবে আজও চির জাগ্রত ।

শব্দবোধ বাঙালির চেতনা বিকাশকে মহিমান্বিত করতে মাতৃভাষা দিবসে প্রকাশ করছে  বিশেষ সংখ্যা ।

মাতৃভাষা দিবসে দু’বাংলার গুরুত্বপূর্ণ লেখকদের লেখা নিয়ে প্রকাশিত হলো শব্দবোধ । যাঁরা লেখা দিয়ে অনলাইন  ভিত্তিক এই সাহিত্য পত্রিকাটিকে ঋদ্ধ করেছেন তাদের প্রতি আমাদের অশেষ কৃতজ্ঞতা। বাঙালি জাতির সকল আনন্দের উৱস হোক বাংলা ভাষা ।

সুহিতা সুলতানা
Scroll to Top