আত্মহননের কাল

স্বপ্নের সুনামি রাতে খড়কুটোসম
জলে ভেসে যাই,
ভালোবাসাবাসি এতো প্রাণ কাঁদে হায়
বলে দিলে বাই!

মায়া হরিণের পিছু নেয় কারো সীতা
রামজি কাহিনি,
আমার হৃদয় ছুঁয়ে মায়াবলে ধায়
লুপ্ত বিরহিণী।

মাথার ওপরে ঘোরে নীলাদ্রির মেঘ
স্বপ্নে-জাগরণ,
বর্ষার মৌসুমে সখি; দুঃখ নাহি ওঁর
কেবলই শ্রাবণ।

সমুদ্রের সাতপাকে কষ্টের উদ্ভাস
তবু সহবাস,
চলে যাবো দেখো জলের অতলে
কোরো অধিবাস।

রাবণের ঘরে জন্ম নেয় প্রতিশোধে
পতিব্রতা সীতা,
তুমিও হরণ করো আমাকে তেমনি
কালের কবিতা।

Scroll to Top