এজাজ ইউসুফী

এজাজ ইউসুফী (জন্ম ১ জানুয়ারি, ১৯৬০) একজন বাংলাদেশী উত্তর আধুনিকতাবাদী কবি, লেখক, সম্পাদক এবং সাংবাদিক। নব্বইয়ের দশকের সমকালীন প্রেক্ষাপটে কবিতা বিনির্মাণের করণ-প্রকৌশলে ইউসুফী বিশেষ মাত্রা যুক্ত করেছেন। সাহিত্য পত্রিকা সম্পাদনার মধ্য দিয়ে বাংলাদেশে উত্তর আধুনিকতাবাদ ধারণার প্রবর্তনে ভূমিকা পালন করেছেন একজন চিন্তার প্রবক্তা হিসেবে।তার কবিতায় মানুষ, রাষ্ট্র, দর্শন, সাম্যবাদসহ সময়ের বিচিত্র রূপ প্রতিফলিত হয়েছে। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৭টি। ১৯৮২ সাল থেকে শিল্প, সাহিত্য ও সমাজ বিষয়ক ছোট কাগজ ‘লিরিক’ সম্পাদনা করছেন। কবিতায় অবদানের জন্য ২০১৮ সালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কর্তৃক কবিতায় বিশেষ অবদানের জন্য একুশে সাহিত্য পুরস্কার লাভ করেন। এছাড়াও ১৯৯৩ সালে কলকাতার লিটল ম্যাগাজিন লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র আয়োজিত প্রথম অল ইণ্ডিয়া লিটল ম্যাগাজিন কনফারেন্সে ‘লিরিক’ সম্মাননা লাভ করে।

Avatar photo

আত্মহননের কাল

আত্মহননের কাল

স্বপ্নের সুনামি রাতে খড়কুটোসমজলে ভেসে যাই,ভালোবাসাবাসি এতো প্রাণ কাঁদে হায়বলে দিলে বাই! মায়া হরিণের পিছু নেয় কারো সীতারামজি কাহিনি,আমার হৃদয় ছুঁয়ে মায়াবলে ধায়লুপ্ত বিরহিণী। মাথার ওপরে ঘোরে নীলাদ্রির মেঘস্বপ্নে-জাগরণ,বর্ষার মৌসুমে সখি; দুঃখ নাহি ওঁরকেবলই শ্রাবণ। সমুদ্রের সাতপাকে কষ্টের উদ্ভাসতবু সহবাস,চলে যাবো দেখো জলের অতলেকোরো অধিবাস। রাবণের ঘরে জন্ম নেয় প্রতিশোধেপতিব্রতা সীতা,তুমিও হরণ করো আমাকে তেমনিকালের […]

Scroll to Top