স্তন
জাহিদ সোহাগ
স্তন। সম্ভবত সারাদিন ছিলো অপ্রতিভ। বা, নৈশ শিসে জেগে জেগে ওঠা তরুণীর।
কত কাঁটা জন্মায় হাতে, আর এখন তুমি শান্ত নও, শান্তি নও, ঠোঁটও চাইছে মাছের নিবিড় বন।
এরও নিচে আছে হন্তারক, প্রেম, ফেনা, ও পিনবলের মতো মুহূর্তের স্থবিরতা।
আমরা তো যাবোই, খসেও যাচ্ছে শরীরের খড় ও মাটি, জলের স্রোতে দুজন হতে চিহ্নহীন।