আমার সুখ
তোমার নামে একটা গাছ লাগিয়েছি।
স্মৃতির ডালপালায় যখন ঝাঁকিয়ে উঠবে
তখন দেখাব তোমায়, দেখো আমার ভালোবাসা।
তোমার নামে একটা কাপড় বুনছি।
আদিম সঙ্গমের সুইয়ের ফোঁড়ে ফোঁড়ে নকশা
তুলছি একমনে, শেষ হলে দেখো তৃপ্ত হৃদয়—শরীর।
তোমার নামে একটা বাড়ি করছি।
স্বপ্ন—আশার ইট—পাথরে দাঁড় করাচ্ছি ভিত,
মাথা তুলে দাঁড়ালে স্বপ্ন, দেখো তুমি আশার মিনার।
তোমার নামে একটা পুকুর কাটছি।
নিরাশা—দুঃখ—হতাশার জল নিয়ত জমা করছি,
ভরে উঠলে দেখো থইথই অশ্রম্ন—শ্রাবণ সেখানে।
তোমার জন্য আরো কত কী করছি!
তুমি দেখছো কি দেখবে তা ভাবছি কই?
আমি তো তোমার জন্য করেই সুখী।