আজকাল খুব বেশি ভাবি না।ভাবার জন্য যা দরকার, ঘিলু –বিক্রি করে দিয়েছি। ক্রেতা?করপোরেট। বেশ শাঁসালো মাল। ছকবাঁধা জীবনে অভ্যস্ত হয়েছি।স্বাধীনতার মিষ্টি কি তেতো স্বাদজানতে চাই না, কী দরকার?ঘিলুহীন মাথায় এত বোঝা কুলায় না। উঁচু-নিচুর ভেদরেখা স্পষ্ট এখন।কথা বেচে মানুষ ঠকানো বেশ চলছে,বাজারে বেশ কাটতি কথা-বেচা মানুষের।আমি কথা বলি কম, কাটতিও কম তাই। কবিতা লেখার সময় […]
আমার সুখ
তোমার নামে একটা গাছ লাগিয়েছি।স্মৃতির ডালপালায় যখন ঝাঁকিয়ে উঠবেতখন দেখাব তোমায়, দেখো আমার ভালোবাসা। তোমার নামে একটা কাপড় বুনছি।আদিম সঙ্গমের সুইয়ের ফোঁড়ে ফোঁড়ে নকশাতুলছি একমনে, শেষ হলে দেখো তৃপ্ত হৃদয়—শরীর। তোমার নামে একটা বাড়ি করছি।স্বপ্ন—আশার ইট—পাথরে দাঁড় করাচ্ছি ভিত,মাথা তুলে দাঁড়ালে স্বপ্ন, দেখো তুমি আশার মিনার। তোমার নামে একটা পুকুর কাটছি।নিরাশা—দুঃখ—হতাশার জল নিয়ত জমা করছি,ভরে […]