একটি বিষম গান

নিমেষেই জৌলশ হারিয়ে ফেলে সুবর্ণ ফুলেরা
দেহে বাঁধে রোগ বাসা
নতুন ঘরে ঘরে সারারাত ঘুন করে গুনগুন
সব নীল, শাপে-সন্তাপে নীল সব বেদনার পারা

অমোঘ আশ্বাস বলে কিছু নেই
যেসব মন্ত্রগুণে দিন গুজরায় লোকে-
স্বপ্ন আঁকে সারাক্ষণ
দিনশেষে সব মিছে-
চুপেচুপে কথার ধ্বনিরা করে আলোহীন আঁধারের পালা!

জীবনের ঔরষে জন্ম নেয় মরনের অপরূপ রঙ-লীলা-সাজ
মতিনের মৃত দুহিতার দিকে চেয়ে এ খবর পেয়েছি আজ!

Scroll to Top