শিমুলচিহ্নিত ভালোবাসা

মাঘ শেষ না হতেই বাতাসের চোখে লাল শামিয়ানা
পাগলপারা- বাগানের ঘরে ঘরে ডাক দিয়ে যায়:
‘ওঠো ! তোমার আর একেলা ঘুমিয়ে থাকা নয় !’

ও শিমুল! এভাবে আর কত ! সভ্যতার বীজ নিয়ে শিখিয়েছো-
ফাল্গুন এলে প্রেয়সীর সিঁথি এবং প্রয়োজনে রাজপথ
কীভাবে রাঙাতে হয়; আমরা মেনেও নিয়েছি।
তাই তো ফাগুন এলে আমার বোন পলাশের মালা গাঁথে,
এবং আমি আমার যুবতীর খোঁপায় দিই প্রস্ফুটিত লাল;
আর উদাস দুপুরে খুঁজে ফিরি
আমাদের অস্ট্রিক আত্নীয়ের পদচিহ্ন-
যে তার যুবতীকে নিয়ে
বরেন্দ্রীর শিমুলচিহ্নিত ইতিহাসের রাঙাপ্রান্তরে লুকিয়ে আছে।
—————-০০————-

Scroll to Top