মুহূর্ত

আমি সেই দিগন্তমুখ ছুঁয়ে আছি আজও

তুমি বসে আছ স্বল্প দূরেই, মুখোমুখি
কথা বলছ, ভেসে আসছে কথা সুচিরকালের
আনন্দ-বিরহ ছুঁয়ে
ফুটে উঠছে অপরূপ ভাস্কর্য-ভঙ্গিমা
চোখের পলক পড়ে না, যেন স্থির
প্রস্তরীভূত এক শীতের দুপুর

তুমি কথা বলছ, দুলে উঠছে মানবজন্ম আমাদের
পোড়ো বাড়িটির গহ্বর থেকে ডানা ঝাপটে
উড়ে গেল পাখি
মায়াবী দিগন্ত টানছে, শান্ত আকাশ ঝুঁকেছে নদীর চরে
যেখানে জ্বলেছিল সারি সারি চিতা, যেখানে
শতাব্দীর হুল্লোড়, পিকনিক
সব নিভে গেছে, আমরাই ছুঁয়ে থাকি সেই ইতিহাস
ধূসর শেকড় নেমে যায় বুকে

তুমি কথা বলছ  দিগন্তের অন্য পার থেকে
শীতের হাওয়ায় খসে পড়ছে পাতা ও পালক…
আমি আজও ছুঁয়ে আছি সেই অনন্তের মুখ
——–

Scroll to Top