আবু জুবায়ের

আবু জুবায়ের, নব্বই দশকের একজন কবি। সাবেক বিশ্ববিদ্যালয় শিক্ষক ও গবেষক। প্রথম লেখা ছাপা হয় কচিকাচার আসরে ১৯৮৫ সালে। মোট প্রকাশিত গ্রন্থ সংখ্যা ২১। কবিতা ৪ টি, গবেষণা ৯ টি, সম্পাদনা ৪ টি, ছড়া ২ টি, বিজ্ঞান ২ টি। সদস্য, বাংলা একাডেমি, এশিয়ান একাডেমি অব ফিল্ম এন্ড টেলিভিশন।

Avatar photo

জলের ভূমি

জলের ভূমি

 আমার হেটে যাওয়া পথ  প্রতিদিন এই জলের উপর দিয়ে হেটে যাই  তরঙ্গ আর স্রোতের তীব্র সংশ্লেষ  কতটা হালকা হয়েছি আমি  শরীরে আর ফুসফুসে ভরেছি বাতাস  নদী, ক্যানাল,সাগর কিংবা হৃদের জলও নিরেট  স্রোতে কখনো অতীত থাকে না  যে জলে পা দিয়েছি , সে জলে বয়ে গেছে বহুদূর  যে জলে আমি লাফিয়েছি  সে জল আজ বায়ু মণ্ডলের […]

Scroll to Top