আহমাদ মোস্তফা কামাল

কথাসাহিত্যিক। জন্ম ১৪ ডিসেম্বর ১৯৬৯। ইন্ডেপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ-এর পদার্থবিজ্ঞানের অধ্যাপক। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। পদার্থবিজ্ঞানে পিএইচডি। ১২টি গল্পগ্রন্থ, ৮টি উপন্যাস, ৪টি প্রবন্ধগ্রন্থ ও অন্যান্য বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশের কথাসাহিত্য নিয়ে সম্পাদনা করেছেন দশটি গ্রন্থ। সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ লাভ করেছেন ‘প্রথম আলো বর্ষসেরা বই’ পুরস্কার ২০০৭, ‘এইচএসবিসি কালি ও কলম পুরস্কার’ ২০০৯, ‌‘জেমকন সাহিত্য পুরস্কার’ ২০১৩, ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ ২০১৮ এবং ‘পূর্বপশ্চিম সাহিত্য পুরস্কার’ ২০২১।

Avatar photo

ভাষার প্রীতি, ভাষায় বিকৃতি

আহমাদ মোস্তফা কামাল দেশ বা জাতীয়তা নয়, ধর্ম বা বর্ণও নয়, কেবলমাত্র ভাষাও যে মানুষের পরিচয়চিহ্ন হয়ে ওঠে, সেইঅভিজ্ঞতা নিশ্চয়ই কারো কারো হয়েছে। আমি নিজে অনেকবার এরকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি,তেমনই একটির কথা বলে লেখাটি শুরু করা যাক। প্রায় দু’যুগ আগে কিছুদিনের জন্য ইতালিতে থাকার সুযোগ হয়েছিল আমার। যে শহরে আমি থাকতাম–ত্রিয়েস্তে– সেখানে বাঙালির দেখা প্রায় […]

Scroll to Top