চন্দন চৌধুরী

জন্ম : ১৩ ডিসেম্বর ১৯৭৫ কুমিল্লা। চট্টগ্রাম বিশ্ববিদ্যায় থেকে দর্শনশাস্ত্রে স্নাতকোত্তর। পেশা : সাংবাদিকতা। উল্লেখযোগ্য বই : কবিতা : হাসির দেবতা, কাকের ভাস্কর্য, লাল কাঁকড়ার নদী। ছোটগল্প : আয়নাপাথর। শিশুতোষ : গোল্ডফিশ ও একটি প্রজাপতি, শহরজুড়ে বাঘ-ভালুকের মিছিল, দুষ্টুরা দশ মিনিট আগে, ভূতের বাচ্চাটা ক্লাসে এসে কাঁদে, হ্যালো ফড়িংমিয়া। শিশুতোষ ছড়া : লাল ফড়িঙের বৌ। অনুবাদ : কাহলিল জিবরানের দ্য অনডারার,আরববিশ্বের কবিতা, নতুন ডানার উড়াল [বিশ্বের তরুণ কবিদের কবিতা]। সম্পাদনা : শূন্য দশকের গল্প।

Avatar photo

বয়স

বয়স

আমাদের বাড়ির দক্ষিণ দিকটারহয়তো বয়স হয়ে গেছেআকাশের বয়স হয়েছেহয়তোবা ঘুমেরওযেভাবে বয়স হয়ে গেছে আমাদের অনুভূতিরআমাদের ফড়িংটাও হয়তো আজ বুড়োসজনের ঝুড়ি, বাতাবি বনের অন্ধকারসেই যে বসন্তের দিকে ঝুকে থাকাআমাদের দৃষ্টিগুলোআমাদের চুল যেভাবে মরছেহয়তো আমাদের ছোটবেলার গাছগুলোহয়তোবা গাছেদের পাতাগুলোআমাদের নদীটারও হয়তো বয়স হয়ে গেছেবয়স হয়ে গেছে জলের জোনাকলতারসব বুড়োমাঠ বুড়োরাখাল বুড়োবুড়ো খোকাখুকিচোখদেরও বয়স হয়েছেস্মৃতিকে দেখার পরও মনে […]

Scroll to Top