এই অন্ধগুহা থেকে আমিকী করে বেরোই বলোতো!মুখবন্দি মাটির কলোসের মতোএই গুহা রাত্রিময়। সুরচালিত একটা বিমানকেউ আমার কাছে পাঠাও। দুইহাওয়াঘর ছিলো সারিবদ্ধ;ভুল করে ঢুকে পড়েছিভুল কেবিনে। ঘোর কেটে গ্যাছে‘পৃথিবীর গাড়িটা থামাওআমি নেমে যাবো।’ তিনপৃথিবীতে প্রবেশের গুহামুখ নিয়েবিবিধ অভিক্ষেপ ছিলো বলেভয়ার্ত, নেমন্তন্ন করোনি কখনো।অথচ কতো রায় সেখানেজীবনবস্ত্রসমেত অবস্থান নিয়েছে! চারআপাত মনে হয় কতো কাছাকাছিনিকটবর্তী এই সবকিছু, পরস্পর।অথচ […]