সাম্য রাইয়ান

সাম্য রাইয়ানের জন্ম নব্বই দশকে; ডিসেম্বরের ৩০ তারিখ, বাঙলাদেশের কুড়িগ্রাম জেলায়৷ স্কুলজীবনে কবিতা লেখার হাতেখড়ি৷ প্রথম কবিতা প্রকাশিত হয় ‘মঞ্চ’ পত্রিকায়৷ ২০০৬ থেকে লিটল ম্যাগাজিন ‘বিন্দু’ (www.bindumag.com) সম্পাদনা করছেন৷ প্রকাশিত পুস্তিকা: বিগত রাইফেলের প্রতি সমবেদনা (কবিতা) সুবিমল মিশ্র প্রসঙ্গে কতিপয় নোট (গদ্য) মার্কস যদি জানতেন (কবিতা) হলুদ পাহাড় (কবিতা) প্রকাশিত বই: চোখের ভেতরে হামিং বার্ড (কবিতা) লোকাল ট্রেনের জার্নাল (মুক্তগদ্য) সম্পাদিত বই: উৎপলকুমার বসু ব্যক্তিগত ওয়েবসাইট: sammo.bangmoy.com

Avatar photo

পৃথিবী সিরিজ

এই অন্ধগুহা থেকে আমিকী করে বেরোই বলোতো!মুখবন্দি মাটির কলোসের মতোএই গুহা রাত্রিময়। সুরচালিত একটা বিমানকেউ আমার কাছে পাঠাও। দুইহাওয়াঘর ছিলো সারিবদ্ধ;ভুল করে ঢুকে পড়েছিভুল কেবিনে। ঘোর কেটে গ্যাছে‘পৃথিবীর গাড়িটা থামাওআমি নেমে যাবো।’ তিনপৃথিবীতে প্রবেশের গুহামুখ নিয়েবিবিধ অভিক্ষেপ ছিলো বলেভয়ার্ত, নেমন্তন্ন করোনি কখনো।অথচ কতো রায় সেখানেজীবনবস্ত্রসমেত অবস্থান নিয়েছে! চারআপাত মনে হয় কতো কাছাকাছিনিকটবর্তী এই সবকিছু, পরস্পর।অথচ […]

Scroll to Top