জলের ভূমি

 আমার হেটে যাওয়া পথ 

প্রতিদিন এই জলের উপর দিয়ে হেটে যাই 

তরঙ্গ আর স্রোতের তীব্র সংশ্লেষ 

কতটা হালকা হয়েছি আমি 

শরীরে আর ফুসফুসে ভরেছি বাতাস 

নদী, ক্যানাল,সাগর কিংবা হৃদের জলও নিরেট 

স্রোতে কখনো অতীত থাকে না 

যে জলে পা দিয়েছি , সে জলে বয়ে গেছে বহুদূর 

যে জলে আমি লাফিয়েছি 

সে জল আজ বায়ু মণ্ডলের বাষ্প

যে জল  ভিজিয়েছে পা 

সে জল আজ নিজেই ভিজেছে সমুদ্রে 

এই ধারা পথে আমি হেঁটেছি 

কিন্তু কখনো ডুবিনি 

এখন  অনুভব করি 

হিলিয়াম দখলে নিয়েছে আমার শরীর।

Scroll to Top